ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এআইইউবিতে পণ্যের ব্র্যান্ডিং কৌশল ও বিক্রয় পদ্ধতি শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ ডিসেম্বর ২০১৫

এআইইউবিতে পণ্যের  ব্র্যান্ডিং কৌশল ও  বিক্রয় পদ্ধতি  শীর্ষক সেমিনার

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এ.আই.ইউ.বি) ব্যবসায় প্রশাসন অনুষদের বিপণন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে এফএমসিজি পণ্যের ব্র্যান্ডিং কৌশল এবং বিক্রয় কার্যপদ্ধতি’ শীর্ষক এক সেমিনার গত ৩ ডিসেম্বর এ.আই.ইউ.বি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি হিসেবে রেকিট বেনকিজারের বিপণন পরিচালক (বাংলাদেশ ও শ্রীলঙ্কা অঞ্চল) মাহবুব বাসেত এবং বিক্রয় পরিচালক (বাংলাদেশ মার্কেট) কাজী আরিফ জামান অংশগ্রহণ করেন। বিশ্ববদ্যিালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চার্লস সি ভিলোনোভা অনুষ্ঠানে আগত বক্তা, অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দকে উঞ্চ অভ্যর্থনা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য পাঠ করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মাহবুব বাসেত এবং কাজী আরিফ জামান শিক্ষার্থীদের উদ্দেশে বাজারে এফএমসিজি পণ্যের সফল ব্র্যান্ডিং কৌশল এবং বিক্রয় পন্থা ও কার্যপদ্ধতি বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। পরে বক্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে দেশে ও বিদেশের বাজারে পণ্য বিক্রয় এবং বিপণনে গুরুত্বপূর্ণ ধারণা, ভাবনা ও ব্যবহারিক জ্ঞান বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। Ñবিজ্ঞপ্তি
×