ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুত প্রবৃদ্ধির দেশ

প্রকাশিত: ০৩:৩১, ১৮ ডিসেম্বর ২০১৫

দ্রুত প্রবৃদ্ধির দেশ

অর্থনীতির মানদণ্ডে আগামীতে যে কয়টি দেশকে দ্রুত প্রবৃদ্ধির দেশ হিসেবে দেখা যাবে, বাংলাদেশ এর অন্যতম। এ জন্য বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও নতুন করে গুরুত্ব পাচ্ছে। আগামী দিনগুলো বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা অপেক্ষা করছে। দেশের অর্থনীতিও ইতোমধ্যে সেই ভিত তৈরি করেছে। বলা যায় অর্থনীতি সুন্দর ও গতিশীল পথে এগোচ্ছে। বাংলাদেশের অগ্রগতি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে খুবই আশাবাদী বিশ্বব্যাংকও। সম্প্রতি বাংলাদেশকে ‘এশিয়ান টাইগার’ হিসেবে অভিহিত করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক কৌশিক বসু। তার আশাবাদ বাংলাদেশের এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২০ সালের মধ্যেই প্রবৃদ্ধি ৮ শতাংশে পৌঁছুবে। তার বক্তব্য, উন্নয়নের সামগ্রিক দায়িত্ব সরকার নিতে পারে না। তার জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে সরকার যে কাজটি করতে চায় সেটি বেসরকারী খাতও করতে পারে। এর জন্য নীতি প্রণয়নও করতে হবে। সেই নীতি হতে হবে দেশের প্রতি দরদ ও পেশাদারিত্বের সংমিশ্রণে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা থাকে। স্বাধীনতার চার বছর পর ১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চল্লিশ বছর পর স্বীকৃতি পায় নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে এবং সেটা বঙ্গবন্ধুর কন্যার আমলে। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে রাখার ষড়যন্ত্র করে আসছিল, তাদের জন্য এটা দুঃসংবাদ। তাদের বাংলাদেশকে আর হতদরিদ্র দেশ বলে বিদ্রƒপ করার দিন শেষ। আশার কথা, বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে বিশ্বসভায় স্থান পেয়েছে। ২০২১ সালের মধ্যে দেশটি আরও এক ধাপ উন্নীত হওয়ার সকল সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার পথে। এখন গৃহীত পরিকল্পনা ও সূচিত কর্মসূচীর ধারাবাহিকতা রক্ষা এবং তা বেগবান করে দেশকে আরও এগিয়ে নেয়ার কাজটি করাই হবে মূল লক্ষ্য। মধ্য আয়ের দেশের তকমা পাওয়ার পর বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। অর্থনৈতিক সূচকগুলো আরও উন্নত করতে এই ভাবমূর্তিকে কাজে লাগানো জরুরী। এখন প্রশ্ন, কতদূর এগোলো বাংলাদেশ? গৌরব আর অহঙ্কার নিয়ে সামনের সব প্রতিবন্ধকতা দূর করে অগ্রসরমান এখন দেশটি। যে সাফল্য এবং সম্ভাবনার কথা বিশ্বব্যাংকের প্রতিনিধি উল্লেখ করেছেন তাতে স্পষ্ট যে, শ্রম, মেধা ও অধ্যবসায়ের ফসল এই অর্থনৈতিক উত্তরণ। দেশের উৎপাদনশীল জনগোষ্ঠী এ ক্ষেত্রে অবদান রেখেছে। রয়েছে শেখ হাসিনা সরকারের অদম্য প্রচেষ্টা। একথা সত্য যে, বিভিন্ন সময়ে দুর্নীতি, অন্যায়, স্বজনপ্রীতি, দুঃশাসন সবই কাঁধে চড়েছিল জাতির। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও সুশাসন এখনও শতভাগ নিশ্চিত করা যায়নি। এক সময় দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়নও ছিলাম। তবে হতাশার আড়ালেই লুকিয়ে থাকে আশা। গণতান্ত্রিক এই অগ্রযাত্রায় আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি। নারী অগ্রযাত্রায় অন্যান্য দেশের জন্য রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে। নিজস্ব অর্থায়নে বহু প্রত্যাশিত পদ্মা সেতুও নির্মাণ করছি আমরা। সবচেয়ে বড় কথা, সকল প্রতিবন্ধকতা এড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আসলে কোন দেশের উন্নয়নে ঐক্যই হলো বড় একটি বিষয়। রাজনৈতিক অনৈক্যের কারণে এখনও বাংলাদেশে উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমরা মনে করি, অঙ্গীকার হওয়া উচিত মতপার্থক্য ভুলে সবাই দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তাহলে বিশ্বব্যাংকের আশাবাদ বাস্তবে পরিণত হবে।
×