ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফার সঙ্গে সম্পর্কছেদের আভাস এ্যাডিডাসের

শুনানি বয়কট প্লাতিনির

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৫

শুনানি বয়কট প্লাতিনির

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফার এথিকস কমিটির শুনানি বয়কটের ঘোষণা দিয়েছেন মিশেল প্লাতিনি। বুধবার সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন প্লাতিনির আইনজীবী। ১৬ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ফিফার এথিকস কমিটির প্লাতিনিকে জেরা করার কথা। জানা গেছে, শুক্রবার এই জেরা হওয়ার কথা। কিন্তু সেখানে প্লাতিনি উপস্থিত থাকবেন না। ফিফা এথিকস কমিটির ইনভেস্টিগেটরি চেম্বার উয়েফা প্রধানের আজীবন নিষেধাজ্ঞা চায় বলে কিছুদিন আগে দাবি করেছিলেন প্লাতিনির আইনজীবী। বর্তমানে নিষিদ্ধ ফিফা সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে ২ মিলিয়ন মার্কিন ডলার গ্রহণের দায়ে তার ওপর এই শাস্তি আরোপিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিফার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফিফা যে প্লাতিনি ও ব্লাটারকে শুনানির জন্য ডাকবে সেটি নিশ্চিত। খুব সম্ভবত ১৬ থেকে ১৮ ডিসেম্বরে মধ্যে মিশেল প্লাতিনিকে ডাকা হবে। তবে এই শুনানিতে প্লাতিনি থাকছেন বলে নিশ্চিত হয়েছে। ফিফার কেলেঙ্কারির ঘটনায় দুশ্চিন্তায় পড়েছে পৃষ্ঠপোষকেরা। কোকাকোলা, মাস্টারকার্ড, ভিসা’র মতো প্রতিষ্ঠানগুলো ফিফায় সংস্কার দাবি করেছে।
×