ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের অনুষ্ঠানে আজ ‘মুক্তির ছিন্ন দলিল’

প্রকাশিত: ০৬:১৮, ১৭ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবসের অনুষ্ঠানে আজ  ‘মুক্তির ছিন্ন দলিল’

স্টাফ রিপোর্টার ॥ বিজয় দিবস উপলক্ষে ধানম-ির রবীন্দ্র সরেবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হবে বাঙলা নাট্যদলের নাটক ‘মুক্তির ছিন্ন দলিল’। নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনায় হ ম সহিদুজ্জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবিদ আহমেদ, জয়া হাসান প্রিয়ন্তী, সেলিম বহুরূপী, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সুবর্ণা আক্তার, সৈয়দ পার্ল, শামিম চৌধুরী, পালাশ খান, স্বচ্ছ প্রধান, মাসুদ হাসান। নাটকটির গল্প মুক্তিযুদ্ধের সময়কালীন আবহে গড়ে উঠেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর অত্যাচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল দেশের মানুষ। তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বাংলার দামাল ছেলেরা। পাক হানাদারকে সাহায্য করেছিল এদেশের গুটিকয়েক চিহ্নিত রাজাকার। আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি কিন্তু তারা এখনও নির্বিকারে চালিয়ে যাচ্ছে হত্যা, গুম ও ধর্ষণ। এই সব রাজাকারদের শিকড় কবে নির্মূল হবে সেই প্রত্যাশার অঙ্গীকার নিয়ে নাটকের কাহিনী।
×