ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ থেকে ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’

প্রকাশিত: ০৬:১৮, ১৭ ডিসেম্বর ২০১৫

আজ থেকে ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’

স্টাফ রিপোর্টার ॥ আরটিভিতে আজ বৃহস্পতিবার থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মোশাররফ করিম, আ খ ম হাসান, আরফান আহমেদ, প্রভা, সুষমা সরকার, মৌসুমী নাগ, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, জামিল প্রমুখ। নাটকটি আজ থেকে সপ্তাহে প্রতি বুধ, বৃহস্পতি শুক্র, শনি রাত ৯-৫০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, পায়জামপুর গ্রামের অবস্থাসম্পন্ন লোক মটরমোল্লা সব সময় নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে। তার কাছে যেই আসে প্রথমে তার শরীরে স্প্রে করে দেয়। তার দুই মেয়ে বাজনা ও সানাই তার কাছে যা দাবি করে সে তাই করে। বাজনা নতুন নতুন ড্রেস পরতে পছন্দ করে তাই সে বাড়িতে প্রাইভেট দর্জির নিয়োগ দেয় এবং এই প্রাইভেট দর্জির নিয়োগ এবং তার নাম নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। এই গ্রামে আছে এক বিশিষ্ট চিন্তাবিদ খদ্দরমনা। সে নিজেকে একজন চিন্তাবিদ পরিচয় দিতে পছন্দ করে। সুভাষি এই নাটকের আর একটি চরিত্র যে ফুলের সঙ্গে কথা বলে, ফুলের ভাষা বুঝতে পারে। এই ফুল মানুষের ভবিষ্যত বলতে পারে। এরই ভেতর গ্রামে প্রবেশ করে একটি বিচিত্র ধরনের গাড়ি যার নাম ওপেন হার্ট পরিবহন। এই গাড়ি থেকে নেমে আসে এক যুবক যার নাম বিজুশাহ। সে গ্রামে এসে একটি ওয়ার্কশপ দেয় যেখানে সকল প্রকার ব্যাটারী ও বিদ্যুতচালিত যন্ত্রপাতি মেরামত করা হয় আর এ নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা। আর এভাবেই এগিয়ে যায় ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’ নাটকের গল্প।
×