ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্র্যাম্প ঘৃণা ছড়াচ্ছেন ॥ অভিযোগ নোবেল জয়ী মালালার

প্রকাশিত: ০৬:১৬, ১৭ ডিসেম্বর ২০১৫

ট্র্যাম্প ঘৃণা ছড়াচ্ছেন ॥ অভিযোগ নোবেল জয়ী মালালার

যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ব্যাপক শোরগোল তোলা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। খবর বিবিসির। মালালা বলেন, তার বক্তব্য ‘ঘৃণায় ভরা’। সন্ত্রাসের জন্য মুসলমানদের দায়ী করার মাধ্যমে কট্টর পন্থাকেই উস্কে দেয়া হবে শুধু। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে তালেবান হামলার বর্ষপূর্তি উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন মালালা ইউসুফজাই। গত বছরের ১৬ ডিসেম্বর ওই হামলায় ১৫১ জন নিহত হয়, যার অধিকাংশই ছিল শিশু। মালালা নিজেও ২০১২ সালে তালেবানদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে এক অনুষ্ঠানে মালালা ট্রাম্পের বক্তব্যের নিন্দা করেন। পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান জঙ্গী হামলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৪ সালের এ দিনে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে পাকিস্তানের ইতিহাসের নৃশংসতম জঙ্গী হামলায় দেড় শতাধিক প্রাণহানি হয়েছিল। হতাহতের অধিকাংশই ছিল শিক্ষার্থী। অনুষ্ঠানে পেশোয়ারের ওই হামলার হাত থেকে রক্ষা পাওয়া দুই শিক্ষার্থী আহমেদ নওয়াজ ও মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিল। গতবছরের ওই স্কুল হামলার বর্ষপূর্তি উপলক্ষে বুধবার পাকিস্তানের কয়েকটি প্রদেশে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান বারনারডিনোতে যে হামলার ঘটনা ঘটায় এক মুসলমান দম্পতি, তাদের একজন তাশফিন মালিক পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
×