ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুসলিম সামরিক জোটকে সহায়তা করবে ব্রিটেন

প্রকাশিত: ০৬:১৫, ১৭ ডিসেম্বর ২০১৫

মুসলিম সামরিক জোটকে সহায়তা করবে ব্রিটেন

ব্রিটেনের সিরীয় যুদ্ধে আরও জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ দেশটি কয়েক সপ্তাহের মধ্যে ইসলামিক স্টেটের ওপর আক্রমণ চালাতে পারেÑ এমন মুসলিম দেশগুলোর নবগঠিত এক স্থল সেনাবাহিনীকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। ৩৪টি সুন্নী মুসলিম প্রধান দেশের কোয়ালিশন মঙ্গলবার রাতে জানায় যে, কোয়ালিশন ইসলামিক স্টেটকে পরাজিত করার ক্ষেত্রে সহায়তা করতে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো মিত্রদের পাশাপাশি ব্রিটিশ বাহিনী এরই মধ্যে ইরাক ও সিরিয়া উভয় দেশে বোমাবর্ষণ করছে। কিন্তু সামরিক সূত্রে বলা হয়, ব্রিটিশ বাহিনীকে নতুন কোয়ালিশনের সৈন্যদের প্রতি কমান্ড এ্যান্ড কন্ট্রোল গোয়েন্দা তথ্য ও বিমান সহায়তা দিতে হবে। মঙ্গলবার রাতে ডাউনিং স্ট্রিট উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে গঠিত কোয়ালিশনের প্রস্তাবগুলোকে স্বাগত জানায়, কিন্তু সামরিক সমর্থন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। ব্রিটিশ সামরিক সূত্রে টেলিগ্রাফকে বলা হয়, যুক্তরাজ্য রণক্ষেত্রে সৈন্য মোতায়েন করবে না, তবে দেশটি বিমান সহায়তা ও কমান্ড এ্যান্ড কন্ট্রোল দিতে প্রস্তুত থাকবে। কিন্তু উপসাগরীয় বা অন্যান্য বাহিনী স্পষ্টত ৭০ হাজার মধ্যপন্থী বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হবে না, তাদের স্থলাভিষিক্ত হবে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চান, এসব বিদ্রোহী সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গীদের বিতাড়িত করতে রণক্ষেত্রে আসুক, কিন্তু তারা বলছে তারা আসাদ সরকারের বিরুদ্ধে পূর্ণমাত্রায় লড়াইয়ে লিপ্ত রয়েছে।
×