ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেস্ট খেলবেন ‘লোভী গেইল’!

প্রকাশিত: ০৬:১৭, ১৬ ডিসেম্বর ২০১৫

টেস্ট খেলবেন ‘লোভী গেইল’!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এমন করুণ অবস্থা দেখে ক্রিস গেইলের নাকি কষ্ট হচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? যিনি টাকার লোভে জন্মভূমির জার্সি ছেড়ে বিভিন্ন দেশের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে খেলে বেড়ান তার মুখে এমন বক্তব্য মানায় না। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম সিডনি ডেইলি টেলিগ্রাফ’ অন্তত তাই মনে করে। তবে জ্যামাইকান ব্যাটিং দানব বলেছেন, মাঠে ক্যারিবীয়দের করুণ অবস্থায় তিনি ব্যথিত, খেলতে চান ঐতিহ্যের টেস্ট ক্রিকেটে। খারাপ সময় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস তার। সময়েই দুই প্রশ্নের উত্তর মিলবে। ‘আমি টেস্ট থেকে অবসর নেইনি। আশা করি আগামী ২০০৬ সালের মধ্যে সাদা পোশাকে ফিরতে পারব। ইনজুরিতে পড়ায় অনেক দিন ব্যাট করা হয়নি। এরপর বিপিএলের এক ম্যাচে ৯২ রান করলাম। পরের দিন মনে হয়েছিল, আমি বাস দুর্ঘটনায় পড়েছি, আসলে শরীর ফিট হয়ে উঠতে সময় লাগে।’ বলেন গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসরে বরিশাল বুলসের হয়ে ৫ ম্যাচ খেলার কথা ছিল বিশ্ব টি২০’র এই ফেরিওয়ালার। কিন্তু ৪ ম্যাচ খেলেই ‘বিগ ব্যাশ’ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। এমন কর্মকা-ে বিশ্বজুড়ে সমালোচিত হন জ্যামাইকান ক্রিকেটের রাজপুত্র। সিহটি টেলিগ্রাফ ‘গেইল প্রহসন’ শিরোনামে সংবাদ প্রচার করে, সেখানে তাকে এক প্রকার লোভী বলে উল্লেখ করে। পত্রিকাটির দাবি গেইল টেস্ট না খেলে যেখানে টি২০ আছে সেখানে ছুটে বেড়াচ্ছেন। মূলত টাকার লোভের কারণেই এমনটা করছেন তিনি। প্রসঙ্গত বিশ্বজুড়ে টি২০ যেন গেইলের নেশায় পরিণত হয়েছে। এক দেশ থেকে আরেক দেশ ঘুরে ছক্কা হাঁকিয়ে ক্রিকেট পাগলদের আনন্দ দেয়াই তার প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ায় চলতি তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হারে জেসন হোল্ডারের উইন্ডিজ। হোবার্ট টেস্টকে খুব মিস করেছেন উল্লেখ করে গেইল আরও বলেন, ‘পুরোপুরি ফিট থাকলে হয়ত এই সিরিজেই খেলতে পারতাম। হোবার্টে না থাকার এটিই বড় কারণ। তবে উইন্ডিজকে নিয়ে সবার এমন নেতিবাচক মন্তব্য ঠিক নয়। তরুণ দলটির ধাতস্থ হতে সময় লাগবে।’ এমন কি দলের প্রয়োজনে দ্বিতীয় টেস্টে (বক্সিং ডে) মাঠে নামতে পারেন বলেও ইঙ্গিত দেন গেইল! এ বিষয়ে সাবেক ক্যারিবীয় অধিনায়ক বিগ ব্যাশে তার দল মেলবোর্ন রেনেগেডস টিম কর্তৃপক্ষকে অবগত করবেন বলে নিশ্চিত করেন। আগামী ১৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে রেনেগেডস। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত ১০৩ টেস্টে ৪২.১৮ গড়ে ৭২১৪ রান করেছেন ৩৬ বছর বয়সী ধুরন্ধর এই উইলোবাজ। রয়েছে ১৫ সেঞ্চুরি। সর্বোচ্চ ৩৩৩।
×