ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুদকের অনুসন্ধান

নামে-বেনামে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে নূর হোসেনের

প্রকাশিত: ০৭:৩২, ১৫ ডিসেম্বর ২০১৫

নামে-বেনামে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে নূর হোসেনের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল করেছেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। জমা দেয়া ওই সম্পদ বিবরণীতে নূর হোসেন এক কোটি ৭৮ লাখ টাকার সম্পদ হিসাব দেখিয়েছেন। তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, নূর হোসেনের নামে-বেনামে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের কাছে সম্পদ বিবরণী জমা দেন। পরে কারা কতৃপক্ষ দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামালের কাছে এ হিসাব বিবরণী পাঠিয়ে দেন। গত ১৭ নবেম্বর কারাগারে সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠায় দুদক। নূর হোসেনের পাশাপাশি নারায়ণগঞ্জে নূর হোসেনের বাড়িতে তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েও নোটিস পাঠানো হয়।
×