ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূগোল ও পরিবেশ

প্রকাশিত: ০৬:৩০, ১৫ ডিসেম্বর ২০১৫

ভূগোল ও পরিবেশ

(পূর্ব প্রকাশের পর) ২৯.সংঘবদ্ধ বসতি শহরে বা নগরে পরিণত হয় কখন? ক) অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হলে খ) বাসগৃহগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে গ) একাধিক রাস্তার সংযোগস্থল হলে ঘ) কালক্রমে ৩০.ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত? ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) সিলেট ঘ) খুলনা ৩১.সাধারণত ১,০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়? ক) ৫০ সেলসিয়াস খ) ৬০ সেলসিয়াস গ) ৭০ সেলসিয়াস ঘ) ৮০ সেলসিয়াস ৩২.মহীসোপান খুবই সরু কোন মহাদেশের? ক) এশিয়া খ) ইউরোপ গ) আফ্রিকা ঘ) অস্ট্রেলিয়া ৩৩.নক্ষত্রগুলোর মধ্যে ভিন্নতা দেখা দেয়- র. আকারে রর. আকৃতিতে ররর. মহাকর্ষ বলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪.বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য- র. বসতির মধ্যে ব্যবধান রর. ক্ষুদ্র পরিবারভূক্ত বসতি ররর. অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৫.নিচের কোনটি অন্যান্য সম্পদের অন্তর্ভূক্ত? ক) সৌরশক্তি খ) বায়ুশক্তি গ) পানিশক্তি ঘ) প্রাকৃতিক শক্তি ৩৬.বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ঘূর্ণিঝড় – র. প্রচন্ড শক্তিশালী রর. মারাত্মক ধ্বংসকারী ররর. কার্তিক-অগ্রহায়ন মাসে সংঘটিত দুর্যোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭.আগের দিনে কিসের উপর মানচিত্র অঙ্কন করা হতো? ক) কাগজের উপর খ) মাটির উপর গ) কাপড়ের উপর ঘ) গাছের উপর ৩৮.বিমান পরিবহনের যথেষ্ট মূল্য আছে – র. দ্রুত ডাক চলাচল রর. যাত্রী পরিবহন ররর. পঁচনশীল দ্রব্য প্রেরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯.জমির উর্বরতা হ্রাসের ফলে কী ঘটে? ক) মাটির রং বদলে যায় খ) মাটির রাসায়নিক উপাদান হ্রাস পায় গ) মাটির জৈব উপাদান হ্রাস পায় ঘ) মাটির জৈব উপাদান বেড়ে যায় ৪০.ভুট্টো কীরূপ কৃষিজ ফসল? ক) খাদ্যশস্য খ) অর্থকরী গ) কার্যকরী ঘ) মিতব্যয়ী ৪১.অর্থনৈতিক কার্যালিকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে ৪২.প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিসাধন করে – র. জীবনের রর. নদনদীর ররর. পরিবেশের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩.কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়? ক) স্পেরোমিটার খ) হাইড্রোমিটার গ) বৃষ্টিমান যন্ত্রের ঘ) রিকটার স্কেল ৪৪.বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ক) ভারত শ্রীলঙ্কা খ) ভারত পাকিস্তান গ) ভারত-মায়ানমার ঘ) মায়ানমার পাকিস্তান ৪৫.বর্তমানে বিশ্বে জাতীয় ভিত্তিতে পাঁচ থেকে দশ বছর অন্তর লোক গণনার যে ধারা চলছে তার প্রচলন শুরু হয় কবে? ক) ১৬০০-১৬১০ সাল থেকে খ) ১৬৫০-১৬৫৫ সাল থেকে গ) ১৬৫০-১৬৬০ সাল থেকে ঘ) ১৬৫৫-১৬৬০ সাল থেকে ৪৬.ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে? ক) আরিচা সেতু খ) হার্ডিঞ্জ ব্রিজ গ) বঙ্গবন্ধু সেতু ঘ) মাওয়া সেতু ৪৭.হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কত তাপমাত্রায় জ্বলছে? ক) ৬০০০০ সেলসিয়াস খ) ৭০০০০ সেলসিয়াস গ) ৮০০০০ সেলসিয়াস ঘ) ৯০০০০ সেলসিয়াস ৪৮.গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণ কী? ক) প্রচুর লোক থাকে খ) কৃষির উপর অতি নির্ভরশীলতা গ) প্রচুর জমি থাকে ঘ) দোচালা ও চৌচালা বসতি থাকে নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: জাকিরের বাড়ি টাঙ্গাইল জেলায়। সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে কুমিল্লায় তার বোনের বাড়ি গিয়ে দেখতে পেল সেখানকার মাটির রং লালচে ও ধূসর যা তার এলাকার মাটির চেয়ে ভিন্ন। ৪৯.জোয়ার ভাটার ফলে নদীতে পলি ও আবর্জনা জমতে পারে না কোথায়? ক) টারশিয়ারী যুগের পাহাড়সমূহ খ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ গ) সম্প্রতিককালের প্লাবন সমভূমি ঘ) মালভূমি অঞ্চল ৫০.ভূগোলবিদ ইরাটসথেনিস কোন দেশের অধিবাসী? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ২৯. (গ) ৩০. (গ) ৩১. (গ) ৩২. (গ) ৩৩. (ঘ) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (গ) ৫০. (খ)
×