ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিহ্নিত ১৯৫ পাকি যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ নিতে হবে ॥ মেনন

প্রকাশিত: ০৫:৪২, ১৫ ডিসেম্বর ২০১৫

চিহ্নিত ১৯৫ পাকি  যুদ্ধাপরাধীর  বিচারের উদ্যোগ নিতে হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্বাধীনতার পর থেকে দাবি উঠেছেÑ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার চাই। সেই দাবি ৪৪ বছর পর পূরণ হয়েছে। এখন শহীদ বুদ্ধিজীবীদের অনুসরণে জাতি গঠন করতে হবে। তবে যুদ্ধাপরাধ বা বুদ্ধিজীবী হত্যার বিচার এখনও শেষ হয়নি। পাকিস্তানের ১৯৫ চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার করার উদ্যোগ নিতে হবে বাংলাদেশকেই। বিদ্যমান আইনে বাংলাদেশেই অথবা আন্তর্জাতিক আদালতে ওই ১৯৫ যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি করা যেতে পারে। এজন্য আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চেষ্টা জোরদার করতে হবে। সোমবার রাজধানীতে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ‘স্বজনদের স্মৃতিতে শহীদ বুদ্ধিজীবী’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্বজনরা যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বুদ্ধিজীবী হত্যা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিআরইউ প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে। ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্বজনদের পাশাপাশি বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ারা বেগম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ডিআরইউ সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
×