ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ২২:০২, ১৪ ডিসেম্বর ২০১৫

ঈশ্বরদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাব, উপজেলা পরিষদ, শহীদ বুদ্ধিজীবী দিবস সম্মিলিত উদযাপন কমিটি, আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব সংলগ্ন বধ্য ভূমি স্মৃতিস্তম্ভে শহীদ স্মরনে ও আ’লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল নয়টায় প্রেসক্লাব চত্বর মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্মিলিত উদযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষনা ইন্সিটিউটের বিজ্ঞানী সমিতির সাধারন সম্পাদক হাসিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন মুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা, গোলাম মোস্তাফা বাচ্চু, আব্দুল আজিজ মন্ডল, রশিদুল আলম বাবু।
×