ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে অচল যবিপ্রবি

ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ, স্নাতকে ভর্তি পরীক্ষা হবে

প্রকাশিত: ০৮:২১, ১৪ ডিসেম্বর ২০১৫

ছাত্র-ছাত্রীদের হল  ত্যাগের নির্দেশ, স্নাতকে ভর্তি  পরীক্ষা হবে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের অব্যাহত কর্মসূচী ঠেকাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবি প্রক্টর ডক্টর মশিউর রহমান বলেন, রবিবার সন্ধ্যার মধ্য ছাত্রদের এবং সোমবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। যবিপ্রবি কর্মচারী বদিউজ্জামান বাদলের নেতৃত্বে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত ছিল। গত তিন দিন বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ করছিল। শিক্ষার্থীরা শনি ও রবিবার ক্লাস-পরীক্ষা বর্জন করে মিছিলে অংশ নেয়। এ অবস্থায় আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর বিশ^বিদ্যালয়ে ¯œাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×