ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘দরবারি’র প্রথম মজলিশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২৮, ১৪ ডিসেম্বর ২০১৫

‘দরবারি’র প্রথম মজলিশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ‘দরবারি’র প্রথম মজলিশ উদ্বোধন হয় ছায়ানট মিলনায়তনে শনিবার সন্ধ্যায়। অ্যাভা-গাড প্রডাকশান আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতের এ ধারাবাহিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে অপসনিন। মীর নাকিবুল ইসলামের তবলা বাদনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে মুরতাজা কবির মুরাদের বাঁশি ও রতন দাসের বতলার যুগলবন্দী পরিবেশিত হয়। শান্তনুর সান্তুর ও মীর নাকিবুল ইসলামের তবলার যুগলবন্দীও ছিল শ্রোতাদের মুগ্ধ করে। সান্তুরে আলাপের পর তবলার বিলম্বিত ত্রিতাল ভিন্ন এক আবহ সৃষ্টি করে। নাকিব ভারানাসি ঘরোনা ও ফারুখাবাদ ঘরোনার মিশ্রণে একটি নিরীক্ষণমূলক পরিবেশনা উপস্থাপন করেন। পরে পন্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ ও অশোক পলের সৃষ্ট কায়দা ও রেলা পরিবেশন করেন। নাকিব দ্রুত ত্রিতালে পরিবেশ করেন গাত, টুকরা, চলন, লগগি, চক্রদার ও পরান। শিল্পী মুর্তজা কবির মুরাদ রাগ হংসধ্বনি পরিবেশন করেন, তাকে তবলায় সঙ্গত করেন রতন দাস। মুর্তজা প্রথমে আলাপের মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতের আবহ তৈরি করে, এরপর তিনি দ্রুত ত্রিতাল গাত ও পিলু রাগের উপর দাদরা তাল ধুন পরিবেশন করেন। সর্বশেষ পরিবেশনা ছিল শান্তনুর শান্তুরের শান্তরসের রাগ পুরিয়াধনেশ্রী। আলাপের পর তিনি মধ্য ত্রিতাল গাত পরিবেশন করেন। তান সারগামের পর এই যুগল, তিস্রজাতি লয়, গাত দ্রুত ও ঝালা পরিবেশন করেন।
×