ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক দশকে বিপুল নোট ছেপেছে ইউরো অঞ্চলের ব্যাংকগুলো

প্রকাশিত: ০৫:২৬, ১৪ ডিসেম্বর ২০১৫

এক দশকে বিপুল নোট ছেপেছে ইউরো অঞ্চলের ব্যাংকগুলো

ইউরো অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলো গত এক দশকে নীরবে-নিভৃতে প্রচুর ব্যাংক নোট ছেপেছে। এসব নোট ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণ সম্পত্তিও কিনেছে। একটি পিএইচডি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। মুদ্রানীতির বাইরে কয়েকটি প্রয়োজন মেটাতে ব্যাংক নোট ছাপাতে পারে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির একটি আইনে এমন নোট ছাপানোর অনুমোদন রয়েছে। ইউরো অঞ্চলের দেশগুলোকে মন্দা থেকে বাঁচাতে ইসিবির ইউরো কোয়ান্টিটেটিভ ইজিং কর্মসূচীর কথা সবার জানা। শূন্যের কাছাকাছি থাকা সুদের হার কমিয়েও যখন আঞ্চলিক অর্থনীতিতে গতি সঞ্চার করা সম্ভব হচ্ছিল না; তখন বন্ড, সিকিউরিটিজ, ইলেকট্রনিক মুদ্রা ইত্যাদি কিনে তহবিল বাড়াতে উদ্যোগী হয় ইসিবি। -অর্থনৈতিক রিপোর্টার
×