ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিতুমীর কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ০৮:৪১, ১৩ ডিসেম্বর ২০১৫

তিতুমীর কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, আবু বকর (২২), সুমন (২১), মাইনুদ্দিন (২২), আবু বকর সিদ্দীক (২২), আব্দুল আজিজ (২৩), বেল্লাল হোসেন (২৪) এবং জয়কে (২২)। কর্তব্যরত চিকিৎসকরা জানান, এদের মধ্যে অনেকের মাথায় , হাত ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে এই ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ও ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হলগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। তিতুমীর কলেজ অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের জানান, বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে ’মাদকের ভয়াবহতা’ নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়। বেলা ১২টার দিকে বাইরে গ-গোল হচ্ছে। পরে বেরিয়ে এসে দেখি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপুর সোয়া ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ আবু হায়দার জানান, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে পারে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার পুরান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের গ-গোলের সূত্রপাত । এর জের ধরে শনিবারের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
×