ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদিতে পৌর নির্বাচন, প্রথম ভোট দিলেন নারীরা

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ডিসেম্বর ২০১৫

সৌদিতে পৌর নির্বাচন, প্রথম ভোট দিলেন নারীরা

সৌদি আরবের ইতিহাসে নারী ভোটারদের অংশগ্রহণে শনিবার প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে চলমান পৌর নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। খবর এএফপির। এ নির্বাচনকে সৌদি আরবে নারীদের প্রতি বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের যে সমস্ত দেশে নারীরা কঠোর বিধিনিষেধের মধ্যে বসবাস করেন সৌদি আরবের নারীরা তাদের অন্যতম। সম্পূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলা সৌদি আরব হচ্ছে সর্বশেষ দেশ, যেখানে কেবলমাত্র পুরুষদের ভোটাধিকার ছিল। দেশটিতে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ এবং জনসমক্ষে অবশ্যই নারীদের মাথা থেকে পা পর্যন্ত আবৃত করে চলাফেরা করতে হয়। সৌদি আরবের পৌরসভা পরিষদের শনিবারের নির্বাচনে ৯৭৮ জন নিবন্ধিত নারী প্রার্থী লড়ছেন। অপরদিকে এ নির্বাচনে প্রায় ছয় হাজার পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নারী প্রার্থীদের প্রচার চালাতে হয়েছে পর্দার আড়াল থেকে বা পুরুষ প্রতিনিধির মাধ্যমে। নির্বাচন কর্তৃপক্ষ জানায়, ভোটার হিসেবে প্রায় এক লাখ ৩০ হাজার নারী নিবন্ধিত হয়েছেন।
×