ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুলেট ট্রেন ও পারমাণবিক প্রযুক্তিসহ মোদি-আবে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৫

বুলেট ট্রেন ও পারমাণবিক প্রযুক্তিসহ মোদি-আবে  চুক্তি স্বাক্ষর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে শনিবার অনুষ্ঠিত বৈঠকে ভারত বুলেট ট্রেন, প্রতিরক্ষা, বেসামরিক পরমাণু প্রযুক্তি ও শিক্ষাসহ দেশের অবকাঠামো খাতে বিনিয়োগে চুক্তি হয়েছে। আবে বর্তমানে ভারতে দুদিনের সফরে রয়েছেন। ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে শুক্রবার বিকেলে নয়াদিল্লী পৌঁছান আবে। খবর এএফপি ও ওয়েবসাইটের। দিল্লীর হায়দরাবাদ হাউসে শনিবার সকালে মোদির উপস্থিতিতে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন আবে। সেখানে মোদি বলেন, কেবল হাইস্পিড ট্রেনই নয়, হাইস্পিড গ্রোথও চায় ভারত। তিনি আরও বলেন, ভারত সব রকম সম্ভাবনার একটি ক্ষেত্র। মোদির এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে আবে বলেন, একটা শক্তিশালী ভারত জাপানের জন্য ভাল এবং একইভাবে একটি শক্তিশালী জাপান ভারতের জন্য সুখকর। ওই বৈঠকেই দু’পক্ষের মধ্যে বুলেট ট্রেন এবং অসামরিক পারমাণবিক বিষয়ে প্রায় ৯৮ হাজার কোটি রুপীর চুক্তি হয়। এই বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে যোগাযোগ স্থাাপন করবে। চুক্তির পর মোদির আর্থিক নীতির প্রশংসা করে আবে বলেন, নীতির বাস্তবায়নে বুলেট ট্রেনের মতোই দ্রুত নরেন্দ্র মোদি। তার সঙ্গে আলোচনার পর ইন্দো-জাপান অংশীদারিত্বের একটি নতুন দিগন্ত খুলবে। এই প্রথমবার ভারতের গাড়ি জাপান কিনবে এবং সেটি তৈরি করবে মারুতি। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই গাড়ি রফতানি শুরু হবে। এছাড়া যে কোন প্রকল্পের ক্ষেত্রে জাপান ৮১ শতাংশ আর্থিক ঋণ প্রদানের বিষয়েও চুক্তি স্বাক্ষর করেন আবে।
×