ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ডের বিক্রি শুরু

প্রকাশিত: ০৫:২৮, ১৩ ডিসেম্বর ২০১৫

ইউএফএস পপুলার লাইফ ইউনিট  ফান্ডের বিক্রি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ডের বিক্রি চলছে। গত ১০ ডিসেম্বর ফান্ডটির বিক্রি শুরু হয়েছে। জানা গেছে, ফান্ডটির আকার ৮০ কোটি টাকা। এর মধ্য ফান্ডের উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেবে ২৫ শতাংশ বা ২০ কোটি টাকা। বাকি ৬০ কোটি টাকা ইউনিট বিক্রয়ের মাধ্যমে ইউনিটহোল্ডারদের কাছ থেকে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অবিহিত মূল্য হবে ১০ টাকা। একজন ইউনিটহোল্ডার সর্বনিম্ন ৫০০ ইউনিট ক্রয় করতে পারবেন। যার মূল্য দাঁড়ায় ৫ হাজার টাকা। আর কোন প্রতিষ্ঠান চাইলে সর্বনিম্ন ৫ হাজার ইউনিট ক্রয় করতে পারবে। এর মূল্য দাঁড়ায় ৫০ হাজার টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছে বীমা খাতের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
×