ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে জরুরী ইভেস্টমেন্ট ক্লাব

প্রকাশিত: ০৫:২৮, ১৩ ডিসেম্বর ২০১৫

শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে  জরুরী ইভেস্টমেন্ট ক্লাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ক্লাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন গ্রীন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি এসএস খান। শনিবার রাজধানীর কাকরাইলে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫’ এর ৩য় দিনে ‘পুঁজিবাজারে ক্যারিয়ার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন তিনি। ওয়াফি এসএস খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ক্লাব গড়ে তুললে স্বয়ংক্রিয়ভাবে নতুন উদ্যোক্তা তৈরি হবে। এতে পাস করা শিক্ষার্থীরা বাজারে বিনিয়োগের সাহস পাবে। বর্তমানে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ক্লাব নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, মিউজিক ক্লারে মতো নানা ক্লাব আছে। যা ওইসব খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখে। কিন্তু আফসোসের বিষয়, দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ক্লাব না থাকায় সাহসী বিনিয়োগকারী তৈরি হচ্ছে না। গ্রীন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্টমেন্ট ক্লাব থাকলে সেখান থেকে নতুন উদ্যোক্তা বেরিয়ে আসবে। পাস করার পর শিক্ষার্থীদের মধ্যে স্বল্প পুঁজিতে বিনিয়োগের ঝুঁকি নেয়ার প্রবণতা তৈরি হবে। ইনভেস্টমেন্ট ক্লাব থেকে পুঁজিবাজারে সফল বিনিয়োগকারী হওয়ার জন্য প্রাথমিক ধারণা, জ্ঞান ও চ্যালেঞ্জ নিতে পারার সক্ষমতা তৈরি হবে বলেও মনে করেন তিনি। সেমিনারের অপর বক্তা মোঃ সাইফুদ্দীন বলেন, মানি ইনভেস্টে বড় ভূমিকা পালন করে পুঁজিবাজার। প্রচলিত ক্যারিয়ারের চিন্তার বাইরে নিজস্ব উদ্যোগ নেয়ার চিন্তা করতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে আগ্রহীদের বাজার সংশ্লিষ্ট অর্থনৈতিক লেখাপড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রতিদিনই সকাল বিকেল দুটি করে সেশনে সেমিনারে বাজার সংশ্লিষ্ট উপস্থিত থেকে বক্তব্য দেন। প্রসঙ্গত, রাজধানী ঢাকায় প্রথমবারের মতো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করেছে অনলাইন পত্রিকা অর্থসূচক। এক্সপোতে পুঁজিবাজারের প্রায় সব ধরনের স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব রয়েছে। এতে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেটম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিটরেটিং এজেন্সি, অডিটফার্ম এবং তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেক হোল্ডার অংশ নিয়েছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৫-এর সহযোগী হিসেবে রয়েছে ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাঙ্কারস এ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। এক্সপোতে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ পুঁজিবাজার বিশেষজ্ঞরা বিভিন্ন সেমিনারে অংশ নেন।
×