ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লেনের জন্য আলাদা কেবিন

প্রকাশিত: ০৬:২১, ১২ ডিসেম্বর ২০১৫

প্লেনের জন্য  আলাদা কেবিন

এতদিন ট্রেনে ইঞ্জিন আর আলাদা বগি দেখে আসলেও, এবার হয়ত প্লেনের ক্ষেত্রেও এমন কিছু দেখা যাবে, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের একটি পেটেন্ট আবেদনে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে দেশটির ‘পেটেন্ট এ্যান্ড ট্রেডমার্ক অফিস’। আর ওই পেটেন্ট আবেদনে প্লেনের যাত্রীদের জন্য অভিনব এক কেবিনের ডিজাইন উপস্থাপন করেছে এয়ারবাস কর্তৃপক্ষ, যা ট্রেনের বগির মতো খুলে আলাদা করা যাবে আবার প্রয়োজনের সময় সহজেই জুড়ে দেয়া যাবে। এয়ারপোর্টে লম্বা সময় অপেক্ষা করতে হয় অনেক যাত্রীকেই। কিন্তু শুধু যাত্রীরা নয়, এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোও চায় যত তাড়াতাড়ি পারা যায় প্লেন ছাড়তে। সাধারণত প্রতি যাত্রী থেকে ৮.২৭ ডলার লাভ করে এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো। কিন্তু মাটিতে প্লেনগুলোর অপেক্ষার সময় ১০ মিনিট কমাতে পারলে প্রতিষ্ঠানগুলোর মুনাফা আরও বাড়বে। প্রযুক্তিবিষয়ক সাইট ওআইয়্যার্ড ডটকম জানিয়েছে, নতুন ওই পেটেন্টে এমন একটি কেবিন মডিউলের কথা বলা হয়েছে যাতে থাকবে আলাদা মেঝে, কেবিনের ছাদ হবে প্লেনের ফিউজিলাজের মতো যা সরাসরি মেঝে পর্যন্ত যুক্ত থাকবে, থাকবে দুই স্তরের দেয়াল, যাত্রী আর মালপত্রের একই সঙ্গে পরিবহন করতে পারবে কেবিনগুলো। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ট্রেনের বগির মতো প্লেন থেকে খুলে আলাদা করা যাবে কেবিনগুলো, আবার প্রয়োজনের সময় জুড়ে দেয়া যাবে। একে ‘এয়ারক্র্যাফট পড কনসেপ্ট’ হিসেবে চিহ্নিত করে এয়ারবাসের পক্ষ থেকে বলা হয়, “প্লেনে আসার আগে থেকেই যাত্রীরা কেবিনে বসে থাকতে পারবেন, তারপর তা প্লেনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করবেন তারা, এতে সময় বাঁচবে আর প্রক্রিয়াটি হবে আরও সহজ।”এয়ারবাসের প্রোকৌশলী আর ডিজাইনাররা অনেক বড় মাপের চিন্তা করলেও, প্রতিষ্ঠানটির পেটেন্ট অনুযায়ী এমন প্লেন চালু করতে গেলে এয়ারপোর্টের ডিজাইনেও আনতে হবে পরিবর্তন।
×