ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমান হামলায় আইএসের অর্থপ্রধান নিহত

প্রকাশিত: ০৫:১৫, ১২ ডিসেম্বর ২০১৫

বিমান হামলায়  আইএসের  অর্থপ্রধান নিহত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত মাসে ইরাকে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেস্টের (আইএস) অর্থপ্রধান আবু সালেহ নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র। খবর এএফপির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, নবেম্বরের শেষদিকে নিহত হয়েছেন আবু সালেহ। সংগঠনটির অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনায় সবচেয়ে উর্ধতন ও অভিজ্ঞ সদস্য ছিলেন তিনি। আইএস বিরোধী যুদ্ধে যুক্ত ওয়াশিংটনের দূত ব্রেট ম্যাকগার্ক এক টুইট বার্তায় বলেন, জঙ্গী সংগঠনটির আর্থিক অবকাঠামো ধ্বংসে জোটের অভিযানে আবু সালেহের সঙ্গে নিহত হয়েছেন তার দুই সহযোগীও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীর কালো তালিকাভুক্ত ৪২ বছর বয়সী ইরাকী নাগরিক আবু সালেহের আসল নাম মোফাক মুস্তাফা মুহাম্মদ আল-কারমুস। নিহত অন্য দুই আইএস জঙ্গীও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীর কালো তালিকাভুক্ত। তারা হলেনÑ মুনির বিন দাও বিন ব্রাহিম বিন হেলাল (৩২) ওরফে আবু মরিয়ম এবং আবু ওয়াকমান আল-তিউনিস।
×