ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:১১, ১২ ডিসেম্বর ২০১৫

চাঁপাইয়ে বিএসএফের  নির্যাতনে নিহত  বাংলাদেশী গরু  ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেলপাড়া থেকে বিএসএফের নির্যাতনে নিহত এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ শুক্রবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার বেলপাড়া গ্রামের শিষ মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (৩৩)। চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান জানান, আব্দুর রহমান গত মঙ্গলবার জহুরপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফিরে আসার সময় সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ৬ কিলোমিটার অভ্যন্তরে নাড়ু খাকি ক্যাম্পের ২০ বিএসফ ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাত তিনটার দিকে তার ওপর নির্যাতন চালায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তার সঙ্গীরা বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুর রহমানের লাশ তার বাড়িতে পৌঁছে দেয়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে আব্দুর রহমানের বেলপাড়ার বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে বেনোয়েটের আঘাতের চিহ্ন রয়েছে।
×