ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় কাল থেকে সম্মেলন

প্রকাশিত: ০৮:৪৮, ১১ ডিসেম্বর ২০১৫

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় কাল থেকে সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা আন্তর্জাতিক সম্মেলন হবে ঢাকায়। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনষ্টিটিউট অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন প্রধান বক্তা থাকবেন। সম্মেলনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বৃহস্পতিবার সম্মেলনের কর্মসূচী ঘোষণা করে দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এক সংবাদ সম্মেলনে বলেন, ২২টি দেশের ৭০ জন প্রতিনিধিসহ শতাধিক এনজিও’র পাঁচ শতাধিক প্রতিনিধি এতে অংশ গ্রহণ করবেন। মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সিডিডি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি প্রশমন উইং সম্মেলনে সার্বিক সহযোহিতা করছে।
×