ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ

প্রকাশিত: ০৭:০১, ১১ ডিসেম্বর ২০১৫

কমনওয়েলথ শর্ট  স্টোরি প্রাইজ

ব্রিটিশ লেখক জোনাথন টেল জিতে নিলেন এ বছরের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ। ফিজি, নাইজেরিয়া, ভারত এবং ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোর লেখকদের পেছনে ফেলে জোনাথনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। চীনের পরমাণু স্থাপনা নিয়ে তাঁর গল্প ‘দ্য হিউম্যান ফোনোগ্রাফ’ বিচারকদের কাছে সেরা মনোনীত হয়। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের লেখকদের অপ্রকাশিত গল্প নিয়ে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ঘোষণা করা হয়। ১৯৬০ সালে চীনের একটি গোপন পরমাণু স্থাপনা এবং কর্মপ্রক্রিয়া নিয়ে রচিত গল্পের জন্য বিজয়ী জোনাথন টেল ৫ হাজার পাউন্ড পুরস্কার পাবেন অর্থমূল্য হিসেবে। জোনাথন টেল ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি গ্রন্থের জন্য আলোচিত।
×