ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভবন জোড়া দিয়ে স্থাপত্য

প্রকাশিত: ০৬:৫৫, ১১ ডিসেম্বর ২০১৫

ভবন জোড়া দিয়ে  স্থাপত্য

মিসরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ, এ রকম অনেক হুবহু নকল স্থপনা তৈরি হয়েছে চীনের নানা শহরে। পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত সব স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরি করার ঝোঁক আছে চীনের। এসব স্থাপনা বেশ দর্শকও টানে চীনে। কারণ একই দেশে গিয়ে বিভিন্ন দেশের স্থাপনা একসঙ্গে দেখার সুযোগ থাকে। তবে সবশেষ এ তালিকায় যা যোগ হয়েছে তা অতি বিচিত্র। চীনের উত্তরে শি জিয়াঝুয়াং বলে একটি শহর আছে সেখানে তৈরি হয়েছে একটি অদ্ভুত ভবন- যা দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন একসঙ্গে জোড়া দেয়া হয়েছে। এই ভবনটির এক অংশ বেইজিং এর বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, আর অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে। পুরো ভবনটি চারতলা সমান উঁচু। বেইজিং-ওয়াশিংটন হাইব্রিড এই ভবনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। একজন বলেছেন, এটা একটা সৃষ্টিশীল নিরীক্ষা। আরেকজনের মতে, এটি চীন -মার্কিন বন্ধুত্বের প্রতীক। কেউ মন্তব্য করেছেন, এটি হচ্ছে দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি। সাতসতেরো প্রতিবেদক
×