ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামাই-শ্বশুর ভাই ভাই ভোটযুদ্ধ

প্রকাশিত: ০৫:৪৭, ১১ ডিসেম্বর ২০১৫

জামাই-শ্বশুর ভাই ভাই ভোটযুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১০ ডিসেম্বর ॥ হোমনা পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আলোচনাÑসমালোচনা ততই মুখরোচক হয়ে উঠছে। হালকা শীতের আমেজ আর নির্বাচনী প্রচার যেন মানুষের মাঝে একটু ফুরফুরে চাঙ্গাভাব এনে দিয়েছে। সাথে সাড়া জাগিয়েছে এবারের নির্বাচনে কাউন্সিলর পদে জামাই-শ্বশুর এবং ভাই-ভাইয়ে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার বিষয়টি। হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে জামাই-শ্বশুর এবং ভাই-ভাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২নং ওয়ার্ড থেকে। গত পৌর নির্বাচনে অংশ নিয়ে মাত্র ৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মোঃ রাজ মিয়াকে এবার টেক্কা দিচ্ছেন তারই মেয়ের জামাই ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সামাদ এবং ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামের মৃত আবদুল কাদিরের বড় ছেলে আনোয়ার হোসেন ও ছোট ছেলে জাকির হোসেন আপন দুই ভাই একে অন্যের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ। অবশ্য আগে থেকে এরা এমন ঘোষণা দিয়ে থাকলেও লোকজন তেমন আমলে নেননি। তবে সত্যি সত্যিই যখন তারা তাদের নিজ নিজ মনোনয়পত্র জমা দেন, তখনই তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েন। প্রত্যেকেই একে অন্যের সমর্থকদের অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এ নিয়ে সকাল-সন্ধ্যায় চায়ের টেবিলের আড্ডার মুখরোচক আলোচনায় বাড়তি মাত্রা এনে দিয়েছে। আড্ডার ছলে কেউ-বা বলছেন, ‘জামাই-শ্বশুর ভাই ভাই, জমজমাট লড়াই চাই।’ এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচনী ফলাফল কেমন হবে জানতে চাইলে নিজ নিজ পক্ষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
×