ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে প্রথম ডেঙ্গুর টিকা অনুমোদন মেক্সিকোর

প্রকাশিত: ০৫:৪৫, ১১ ডিসেম্বর ২০১৫

বিশ্বে প্রথম ডেঙ্গুর টিকা অনুমোদন মেক্সিকোর

বিশ্বে প্রথমবারের মতো ডেঙ্গু জ্বরের টিকা ব্যবহার অনুমোদন করেছে মেক্সিকো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, মশাবাহিত এই প্রাণঘাতী রোগে বিশ্বে প্রতিবছর ২২ হাজার মানুষের মৃত্যু হয়। খবর বিবিসির ফরাসী ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যানোফি জানিয়েছে, ডেঙ্গুভ্যাক্সিয়া নামের এই টিকা উন্নয়নে ২০ বছর ধরে তারা কাজ করেছে। প্রাথমিক পর্যায়ে মেক্সিকোয় ৪০ হাজার ব্যক্তিকে এই টিকা দেয়া হবে। বিশ্বে প্রতিবছর ৪০ কোটিরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্তু হন।
×