ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনমজুর পিতার মেধাবী সন্তান সুজনকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩৯, ১১ ডিসেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সুজন(১৭) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে একটি কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা। কিন্তু সুজনের মাতা-পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। লালমনিরহাট জেলা শহরের জুম্মাপাড়া গ্রামের দিনমজুর মোঃ বেলাল হোসেন ও গৃহিণী সুরাইয়া বেগমের সন্তান সুজন। বর্তমানে সুজনকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয়। কিডনি প্রতিস্থাপন তো দূরের কথা, ডায়ালাইসিসের খরচ যোগান দিতে পারছেন না মোঃ বেলাল হোসেন। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুজন। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, সুজনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭২৩১৯৭১২৫(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ বেলাল হোসেন, সোনালী ব্যাংক, লালমনিরহাট শাখা, হিসাব নং ৫২১০০০১০১৯৮৯৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×