ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় উদ্যোগ

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০৯, ১০ ডিসেম্বর ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়- র. টেবিল ক্লথ, জামদানি, মাফলারের রর. ব্যাগ, শীত বস্ত্র, হোসিয়ারির ররর. সতরঞ্জি, নকশী কাঁথা, কার্পেটের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কোনটি? র. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা রর. বাংলাদেশ রেলওয়ে ররর. বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ? ক) যন্ত্রপাতি খ) কম্পিউটার গ) আসবাবপত্র ঘ) কপিরাইট ৪. রিনা কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত? ক) প্রজনন শিল্পের খ) সেবা শিল্পের গ) নিষ্কাশন শিল্পের ঘ) নির্মাণ শিল্পের ৫. কোনটি উৎপাদন ও ভোক্তর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? ক) অর্থায়ন খ) বিপণন গ) খুচরা ব্যবসায়ী ঘ) পাইকার ৬. মি. নওশাদ প্রকল্পের মোট ব্যয়, চলতি পুঁজি, নগদান প্রবাহ সংযোজনের মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করেন। মি. নওশাদের প্রকল্প প্রণয়নের এ বিষয়গুলোকে কী বলে? ক) প্রচারণা খ) আর্থিক বিবরণী গ) বিপণন ঘ) ব্যবস্থাপনা ৭. লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কতবছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে? ক) ১০ বছর খ) ২০ বছর গ) ৪০ বছর ঘ) ৬০ বছর ৮. প্রতীকের মূল বিষয় কী? ক) পণ্যকে চেনা খ) পণ্যের স্বাতন্ত্র্যতা গ) পণ্যের সামঞ্জস্যতা ঘ) পণ্যের প্রচার ৯. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান? ক) মূলধন খ) মানব সম্পদ গ) প্রযুক্তি ঘ) সরকারি নীতিমালা ১০. জনাব মামুন ব্যবসায়ের কাজের জন্যে কম্পিউটারের কোর্স করছেন। যদিও তিনি টাইপরাইটারের কাজ পারেন। মামুন সাহেব পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা সময়োপযোগী করেছেন কেন? ক) সঠিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণের জন্যে খ) ঝুঁকি নিবারনের জন্যে গ) চ্যালেঞ্জমূলক কাজ করার জন্যে ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্যে ১১. বর্তমানে দেশের কর্মসংস্থানের প্রধান উৎস কী? ক) আত্মকর্মসংস্থান খ) কৃষিকাজ গ) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ঘ) কর্মসংস্থানের জন্য বিদেশে গমন ১২. যে শিল্প প্রতিষ্ঠানে ১০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে কী শিল্প বলে? ক) ক্ষুদ্র শিল্প খ) মাঝারি শিল্প গ) বৃহৎ শিল্প ঘ) বিপণন শিল্প ১৩. যার উদ্যোগ আছে তিনিই- ক) শিল্পোদ্যোক্তা খ) উদ্যোক্তা গ) বিজ্ঞানী ঘ) কৌতুহলী ১৪. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয়- র. গণতন্ত্র রর. সততা ররর. আস্থা ও বিশ্বাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. শিল্পকে কী হিসেবে বিবেচনা করা হয়? ক) উৎপাদনের মাধ্যম খ) ব্যবসায়ের মাধ্যম গ) উৎপাদনের বাহন ঘ) ব্যবসায়ের বাহন ১৬. নতুন প্রকল্প ধারণার উৎস কোনটি? র. অর্থনৈতিক ও শিল্প জরিপ প্রতিবেদন রর. গবেষণা মূলক প্রতিবেদন ররর. বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. জীবন বিমার ক্ষেত্রে বিমাকারী বিমাগ্রহীতার আস্মিক মৃত্যুকে বিমাকৃত টাকা কাকে পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ? ক) বিমাগ্রহীতার পিতাকে খ) বিমাগ্রহীতার মাতাকে গ) বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে ঘ) বিমাগ্রহীতার স্ত্রীকে ১৮. কোনটি বিপণনের আওতায় পড়ে? ক) উৎপাদন খ) ক্রয়-বিক্রয় গ) ঋণ গ্রহণ ঘ) শেয়ার হস্তান্তর ১৯. কীভাবে পণ্যের মালিকানা হস্তান্তর হয়? ক) ক্রয়ের মাধ্যমে খ) বিক্রয়ের মাধ্যমে গ) উৎপাদনের মাধ্যমে ঘ) শিল্পের মাধ্যমে ২০. মুক্তা লেখাপড়া শেষ করে নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। মুক্তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? ক) উৎপাদন শিল্প খ) সেবা শিল্প গ) কুটির শিল্প ঘ) মাঝারি শিল্প ২১. ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত? ক) নিষ্কাশন খ) নির্মাণ গ) উৎপাদন ঘ) সেবা ২২. মূলধন গঠিত হয় কিসের মাধ্যমে? ক) কর্মসংস্থানের মাধ্যমে খ) চাকরির মাধ্যমে গ) সঞ্চয়ের মাধ্যমে ঘ) উৎপাদনের মাধ্যমে সঠিক উত্তর: ১. (ক) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (খ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (ক) ১০. (খ) ১১. (গ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (গ)
×