ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংকের চার উর্ধতন কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ০৪:০০, ১০ ডিসেম্বর ২০১৫

বেসিক ব্যাংকের চার উর্ধতন কর্মকর্তা বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঋণ জালিয়াতিসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে, রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের চার উর্ধতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন ব্যাংকের তিন ডিএমডি এবং একজন জিএম। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। সকালেই এ চারজনের বরখাস্তের আদেশ জারি করা হয়। তারা হলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, মোহাম্মদ রুহুল আলম ও মোহাম্মদ সেলিম। এছাড়া মহাব্যবস্থাপক মাহবুবুল আলমকেও বরখাস্ত করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে, ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করা হয়। এরই মধ্যে চার হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগে, বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যদিও জালিয়াতির মূলহোতা, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি দুদক। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির শাহজালাল সার কারখানা প্রকল্প পরিদর্শন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের নেতৃত্বে সংসদীয় কমিটির এক প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানা প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনকালে কারখানার বিভিন্ন প্লান্ট এবং উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় প্রতিনিধি দলকে প্রকল্পের শ্রমিক কর্মচারী-কর্মকর্তাগণ সাদরে অভ্যর্থনা জানাবেন। উল্লেখ, এপ্রিল ২০১২ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে। -বিজ্ঞপ্তি ভারতে তেল রফতানিতে পঞ্চম স্থানে ইরান কুয়েতকে পেছনে ফেলে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছ’মাসে ভারতে পঞ্চম বৃহৎ অপরিশোধিত তেল রফতানিকারী দেশে পরিণত হলো ইরান। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫৩.১ লাখ টন অপরিশোধিত তেল রফতানি করেছে তারা। সেখানে কুয়েতের রফতানির পরিমাণ ৫৩.১ লাখ টন। তালিকায় ইরানের আগে চার দেশ হলোÑ সৌদি আরব, ইরাক, নাইজিরিয়া এবং ভেনেজুয়েলা। উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরে ইরান ছিল ভারতের দ্বিতীয় বৃহৎ তেল রফতানিকারী দেশ। স্থান ছিল সৌদি আরবের পরেই। কিন্তু পরবর্তীকালে ইরানের সঙ্গে বাণিজ্যে পশ্চিমের দেশগুলোর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর তার সঙ্গে লেনদেনের পরিমাণ অনেকটাই কমিয়ে আনে ভারত। গত অর্থবর্ষে (২০১৪-১৫) সেই পরিমাণ ছিল ১.০৯৫ কোটি টন। তালিকায় ইরান ছিল সপ্তম স্থানে। -অর্থনৈতিক রিপোর্টার বিশ্বব্যাংকের প্রকল্পসমূহ অনেক গুরুত্বপূর্ণ ॥ পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যত পরিকল্পনা এগিয়ে নিতে আমরা কাজ করছি। বিশ্বব্যাংকের প্রকল্পসমূহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রীর সঙ্গে বুধবার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। মার্টিন রামা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অব্যাহত গতির প্রশংসা করেন। পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এ সময় উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×