ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে শিশু হত্যা

নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল

প্রকাশিত: ০৯:২৮, ৯ ডিসেম্বর ২০১৫

নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কেরানীগঞ্জের চাঞ্চল্যকর শিশু অনামিকা ঘোষ (৯) হত্যা মামলায় নিম্ন (বিচারিক) আদালতের দেয়া দ-ের বিরুদ্ধে করা আপীল গ্রহণ করেনি হাইকোর্ট। একজনকে মৃত্যুদন্ড এবং চারজনের যাবজ্জীবনের দ- দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে নিম্ন আদালতের দেয়া দণ্ড বহাল রইল। ডেথ রেফারেন্স ও জেল আপীলের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। দ-প্রাপ্ত আসামিদের মধ্যে মানিককে মৃত্যুদণ্ড এবং জনি ঘোষ,আনোয়ার হোসেন, আলাউদ্দিন ও নুর ইসলাম মুন্সিকে যাবজ্জীবন দ- দেয় আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। আসামিদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইউসুফ হোসেন হুমায়ন, মুনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। এর আগে ২০১১ সালের ৩১ ডিসেম্বর নিম্ন আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল-৪) একজনের ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়ে রায় ঘোষণা করেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেন আসামিরা।
×