ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘটতে পারে দুর্ঘটনা

প্রকাশিত: ০৪:০০, ৯ ডিসেম্বর ২০১৫

ঘটতে পারে দুর্ঘটনা

দু’পাশে দুটি পাখি। এর মাঝ দিয়ে একটি বিশাল বিমান অবতরণের পথে। কিন্তু যে কোন একটি পাখি বিমানের ইঞ্জিনে আঘাত করলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনই ঝুঁকি নিয়ে প্রতিদিন শাহজালালে বিমান ওঠানামা করে। মঙ্গলবার ছবিটি জনকন্ঠের নিজস্ব আলোকচিত্রীর তোলা। ঘোড়ায় চড়িয়া... এক সময়ের জনপ্রিয় বাহন ঘোড়া। তখন সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সাধারণত ঘোড়ার পিঠে বসে যাতায়াত করত। কিন্তু কালের পরিক্রমায় হারাতে বসেছে ঘোড়ায় চড়ার চল। তবে মঙ্গলবারের এই দৃশ্যটি নজর কাড়ে সবার। দেখা গেল ঢাকার মিরপুরে হাতেম আলী নামে একজন শৌখিন লোক ঘোড়ায় চড়ে বাজারে যাচ্ছে। কাছে যেতেই তিনি বললেন, স্যার এই যানজটের শহরে ঘোড়ায় চড়ে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছা যায়। আর শখ তো মেটেই। ছবি তুলেছেন জনকন্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×