ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাত্তরের গণহত্যায় শহীদদের নাম সংগ্রহের নির্দেশ চেয়ে রিট খারিজ

প্রকাশিত: ০৭:২৪, ৮ ডিসেম্বর ২০১৫

একাত্তরের গণহত্যায় শহীদদের নাম সংগ্রহের নির্দেশ চেয়ে রিট খারিজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেয় আদালত। অন্যদিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌরসভা নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্থ’গিত করেছেন সুপ্রীমকোর্টের চেম্বার আদালত। সোমবার সুপ্রীমকোর্টের চেম্বার জজ এবং হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন হাইকোর্টের সাড়া পায়নি। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ সোমবার আবেদনটি শুনে ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেয়।‘স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরাম’ নামের এক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সিকদার গত ১৮ নভেম্বর এই রিট আবেদন করেন। চেম্বার আদালতে সিঙ্গাইর পৌর নির্বাচন স্থগিত ॥ মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌরসভা নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রীমকোর্টের চেম্বার আদালত। এই আদেশের ফলে সিঙ্গাইরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
×