ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন রূপে ব্যান্ড ‘পানকৌড়ি’

প্রকাশিত: ০৬:৩৭, ৮ ডিসেম্বর ২০১৫

নতুন রূপে ব্যান্ড ‘পানকৌড়ি’

সংস্কৃতি ডেস্ক ॥ নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড পানকৌড়ি আগামীকাল বুধবার বৈশাখী টিভির ‘রিদম অব ব্যান্ড’ অনুষ্ঠানে পারফর্ম করবে। অনুষ্ঠানটি বুধবার রাত আটটায় প্রচার হবে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন লিটু সোলায়মান এবং উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় ব্যান্ড কণ্ঠশিল্পী মাকসুদ। ব্যান্ড সূত্রে জানা গেছে অনুষ্ঠানে মোট ছয়টি গান পরিবেশন করবে ব্যান্ডদল। এর মধ্যে চারটি গান পল্লবী এলবামের এবং দুটি পল্লবী-২ এ্যালবামের গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য টিটো বলেন, ১৯৯০ সালে রাজশাহীতে যাত্রা শুরু করে পানকৌড়ি। এরই ধারাবাহিকতায় ১৯৯১ সালে সঙ্গীতা থেকে প্রথম এলবাম ‘পল্লবী’ প্রকাশ করে। ঐ সময় পল্লবী এলবামটি ব্যাপক জনপ্রিয়তা পায়। হঠাৎ করে ব্যান্ডের মেইন ভোকাল টুটুল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। সবাই ব্যস্ততার কারণে ব্যান্ড ছেড়ে দেয়। দীর্ঘ বিরতির পর ২০১৩-এর শেষের দিকে টিটো ব্যান্ডটিকে নতুনভাবে সাজান। এতে রাজশাহীর ছেলে শিমুল মেইন ভোকাল হিসেবে কাজ শুরু করে। তার সঙ্গে যোগ দেন শিশির (কিবোর্ড), রকি এবং বাবু (লীড গিটার), সুব্রত (পার্কেশন), মিথুন (ড্রামস), টিটো (ব্যেইজ গিটার)। ব্যান্ড ম্যানেজার সজীব শাহরিয়ার এবং ব্যান্ড সমন্বয়ক নিবাস বর্মণ।
×