ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৬:১৮, ৮ ডিসেম্বর ২০১৫

তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানকে শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে, যা অনুভূত হয়েছে পাশের দেশ পাকিস্তান, আফগানিস্তান ও ভারত থেকেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। খবর ওয়েবসাইটের। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মারগব শহরের ১০৯ কিলোমিটার পশ্চিমে এবং আফগানিস্তানের আশকাশাম থেকে ২০৪ কিলোমিটার উত্তর. উত্তর পশ্চিমে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। পাকিস্তানের বিভিন্ন শহর এবং ভারতের রাজধানী নয়াদিল্লীর ভবনগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে এক প্রতিবেদনে জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন বিবরণ আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি। তাজিকিস্তান সরকারের একজন কর্মকর্তা জানান, এই ভূমিকম্পের কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর তাদের কাছে নেই। চকোলেটের পুতিন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শনিবার শুরু হওয়া চকোলেট উৎসবে এসেছে ৯০ কেজির একটি চকোলেট, যা আসলে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মূর্তি। ভাস্কর নিকিতা গুসেভ এর আগেও চকোলেট দিয়ে স্ট্যালিন ও মাইকেল জ্যাকসনের মূর্তি বানিয়েছেন। এবার তিনি মেলা উপলক্ষ্যে পুতিনের পোষা কুকুর কোনিসহ পুতিনের পূর্ণাবয়ব মূর্তি বানান। মূর্তির চারপাশে লিখে দেয়া হয়েছে, এর আশপাশে যাওয়া নিষেধ, এমনকি কেউ কামড়ানো বা চাটার চেষ্টা করলেও তার ভাগ্যে জুটবে কঠিন শাস্তি। -সিবিসিনিউজ সবচেয়ে বড় বাগান পৃথিবীতে মানুষের হাতে গড়া এ রকম হাজার হাজার ফুল বাগান রয়েছে। তবে সব বাগানকেই হার মানাবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ‘দুবাই মিরাকল গার্ডেন’। এটাই বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান। দুবাইয়ের এ বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। বাগানে রয়েছে চার কোটি ৫০ লাখের বেশি ফুল। -ওয়েবসাইট
×