ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে আঞ্চলিক নির্বাচন

উগ্র ডানপন্থী দল এফএন এগিয়ে

প্রকাশিত: ০৬:১৭, ৮ ডিসেম্বর ২০১৫

উগ্র ডানপন্থী দল এফএন এগিয়ে

ফ্রান্সে রবিবার অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনের প্রথম রাউন্ডে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) আশাতীত ভাল করেছে। ভোট গ্রহণ শেষে দেখা গেছে, কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট (এফএন) ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতেই এগিয়ে রয়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। দেশজুড়ে প্রাপ্ত ভোটের ২৮ শতাংশ পেয়েছে এফএন। অপরদিকে ক্ষমতাসীন সোশ্যালিস্টদের জোট পেয়েছে ২৩.৫ শতাংশ। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টি, ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। রিপাবলিকান দল ২৭ শতাংশের কিছুটা বেশি ভোট পেয়েছে। প্রায় সাড়ে চার কোটি নিবন্ধিত ভোটার এবারের নির্বাচনে অংশ নিয়েছে। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিন মাসের জন্য জারি করা জরুরী অবস্থার মধ্যেই এ নির্বাচন হয়। ভেনিজুয়েলায় নির্বাচনে মধ্যপন্থী-রক্ষণশীল জোট জয়ী সোশ্যালিস্ট পার্টি পরাজিত ভেনিজুয়েলার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে বিরোধী দল। নির্বাচনে ১৬৭টি আসনের মধ্যে বিরোধী দল ৯৯টি আসনে জয় পেয়েছে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ সোমবার একথা জানায়। ১৬ বছরের মধ্যে এই প্রথম দেশটির ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি পরাজিত হলো। ১৯৯৯ সালে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ দায়িত্ব নেয়ার পর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে এ দল। খবর এএফপি ও বিবিসির। ভোট গ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পর জাতীয় নির্বাচন পরিষদের প্রধান তিবিসেই লুসেনা মধ্যরাতের কিছু পরে এ ফলাফল ঘোষণা করেন। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি লাভ করেছে ৪৬টি আসন এবং ২২টি আসনের ফল এখনও ঘোষণা করা হয়নি। ইতোমধ্যে পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ৫৩ বছর বয়সী এ নেতা বলেছেন, তার দল এ ফল মেনে নিয়েছে। বিরোধী মধ্যপন্থী ও রক্ষণশীল জোট বলেছে, তারা অন্তত ১১২টি আসনে জয়লাভ করবে। জোটের এক নেতা হেনরিক ক্যাপরাইলস বলেন, আমাদের প্রত্যাশিত ফলাফলই হয়েছে। ভেনিজুয়েলার জয় হয়েছে। মাদুরোর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনা অভিযোগ তুলে বিরোধী দল বলেছে, তেলসমৃদ্ধ দেশটিতে ‘অর্থনৈতিক যুদ্ধ’ চলছে। একইসঙ্গে মাদুরো সরকারের বিরুদ্ধে বিরোধীদের নির্যাতনের অভিযোগও ছিল। চলতি বছরের শুরুতে বিরোধী নেতা লিওপোলদো লোপেজকে ১৩ বছরের কারাদ- দেয়া হয়। সহিংসতায় প্ররোচনার অভিযোগে তাকে এ দ- দেয় আদালত।
×