ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউক্লিয়ার এনার্জি বিষয়ক রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:১৩, ৮ ডিসেম্বর ২০১৫

নিউক্লিয়ার এনার্জি বিষয়ক রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ঈশ^রদীর রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পকে ঘিরে জনমনে সৃষ্ট নানা শঙ্কা দূরিকরণ এবং প্রকল্পটিকে জনমুখী করে তোলার জন্য সোমবার সকালে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা প্রতিষ্ঠানের হলরুমে নিউক্লিয়ার এনার্জি বিষয়ক রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকার সম্পাদকরা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিউক্লিয়ার এনার্জি রিপোর্টিং এবং রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের বিভিন্ন সুবিধার বিষয়ে আলোচনায় অংশ নেন রাশিয়া থেকে আগত নিউক্লয়ার এনার্জি বিশেষজ্ঞ, নিউক্লিয়ারডটআরইউ নামক পত্রিকার সম্পাদক মি. লিয়া প্ল্যাটোনব। উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মু. খলিলুর হমান প্রমুখ। বেসিক ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের আত্মপ্রকাশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ব্যাংক কর্মকর্তাদের উৎকর্ষ সাধনের মাধ্যমে সংঘবদ্ধভাবে ব্যাংক ব্যবস্থাপনার উন্নয়ন তথা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার লক্ষ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিলে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মোঃ ইকবালসহ ব্যাংকের উধর্তন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। এই পেশাজীবী সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি শংকর তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় এই পরিষদকে স্বাগত জানান। -বিজ্ঞপ্তি। ই-ক্যাব সদস্যরা কম খরচে পাবেন পেইজার সেবা ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যরা এখন থেকে ই-ওয়ালেট সেবা প্রতিষ্ঠান পেইজার মাধ্যমে দেশ ও দেশের বাইরে কম খরচে লেনদেনের সুযোগ পাবেন। রাজধানীর মহাখালীতে রবিবার ‘এমপাওয়ারিং ই-কমার্স থ্রু পেইজা ই-ওয়ালেট সার্ভিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। ‘পেইজা ই-ওয়ালেট’ দিয়ে অনলাইন কেনাকাটা, ভিন্ন পেইজা এ্যাকাউন্টে টাকা আদান-প্রদান, বিল পরিশোধসহ ১৯০টি দেশে ২২টি মুদ্রায় লেনদেন সম্ভব। পেইজার আন্তর্জাতিক প্রধান বিপণন কর্মকর্তা অমর ম্যাগন বলেন, এসব সুবিধা নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা ঘরে বসেই তাৎক্ষণিক ও দ্রুত দেশের বাইরে ব্যবসা করতে পারবেন। এ জন্য ই-ক্যাব সদস্যদের খরচ দিতে হবে মোট লেনদেনের তিন শতাংশ। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পেইজাকে তুলনা করেন ‘বাংলাদেশের পেপাল’ হিসেবে। -অর্থনৈতিক রিপোর্টার ওপেকের ‘অগ্রাহ্যে’ তেলের আরও দরপতন তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে আসতে পারেনি এর আন্তর্জাতিক উৎপাদন ও রফতানিকারকদের প্রতিষ্ঠান ওপেক। আর এর জেরে গতকাল সোমবার বিশ্ব বাজারে পণ্যটির দাম আরও পড়ে গেছে। আন্তর্জাতিক গণ্যমাধ্যমে বলা হচ্ছে, ওপেক যেহেতু তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়নি। তাই বাজারে খুব শীঘ্রই উৎপাদন আরও বাড়ছে। আর সে কারণে তেলের দামের দরপতন অব্যাহত আছে। আন্তর্জাতিক বাজারে জানুয়ারিতে ডেলিভারি হতে যাওয়া ইউএস ক্রু বা অপরিশোধিত জ্বালানি তেল এদিন বিক্রি হয়েছে ব্যারেলপ্রতি ৩৯. ৪৩ ডলারে। গত সপ্তাহেও যা ৪০ ডলারের ওপরে ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×