ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এশিয়ার পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

প্রকাশিত: ০৬:০৮, ৮ ডিসেম্বর ২০১৫

এশিয়ার পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের পরও সোমবার এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে সূচক মিশ্র অবস্থানে দিন শেষ করেছে। জাপানের নিক্কি সূচক লেনেদেনের শুরুতে এদিন প্রায় ১.৫ শতাংশ বেড়ে যায়। তবে এ প্রবণতা বেশিক্ষণ টেকেনি। গতি শ্লথ হয়ে শেষ পর্যন্ত সূচক .৯৯ শতাংশ বেড়ে ১৯ হাজার ৬৯৮.১৫ পয়েন্টে বাজার শেষ হয়। হংকংয়ের হ্যাং সেং সূচক বিকেলের সেশনে ০.১৬ শতাংশ বেড়ে ২২ হাজার ২৭১.৩৯ পয়েন্টে লেনদেন করে। আর কম্পোজিট সূচকের অবস্থান ছিল ০.৩৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৩৬.৯৩ পয়েন্টে। অস্ট্রেলিয়াতে সিডনির বেঞ্চমার্কে এদিন এসএন্ডপি/এএসএক্স ২০০ সূচক ০.০৮ শতাংশ বেড়ে ৫ হাজার ১৫৫.৭০ পয়েন্টে অপরিবর্তিত অবস্থায় বাজার শেষ হয়। তবে সকালের দিকে সূচক প্রায় ১ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছিল। এদিন সকালের দিকে শুরুটা ইতিবাচক হলেও দক্ষিণ কোরিয়া বেঞ্চমার্কে কোসপি সূচক সোমবার ০.৫৪ শতাংশ কমে ১ হাজার ৯৬৩.৬৭ পয়েন্টে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, নবেম্বরে প্রত্যাশার তুলনায় তাদের বেশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এটি এই মাসের শেষ দিকে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২৫ হাজার ৭০০ পয়েন্টে এদিন সেনসেক্স শুরু হলেও বিকেলের সেশনে তা .৫০ শতাংশ কমে ২৫ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে। রেকর্ড ডেটের কারণে আজ দুই কোম্পানির লেনদেন বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন আজ মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে আরও জানা যায়, গত ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর পর্যন্ত এই কোম্পানি ২টির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হয়। কোম্পানির রেকর্ড ডেট আজ। রেকর্ড ডেটের কারণে ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে। লেনদেন বন্ধ করে ওইদিনে কোম্পানির শেয়ারের মালিকানা নির্ধারণ করা হয়ে থাকে।
×