ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে কুরুচিপূর্ণ এসএমএস ॥ দুই ঢাবি ছাত্র আটক

প্রকাশিত: ০৮:৩১, ৭ ডিসেম্বর ২০১৫

ছাত্রীকে কুরুচিপূর্ণ এসএমএস ॥ দুই  ঢাবি ছাত্র আটক

বিডিনিউজ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘কুরুচিপূর্ণ ভাষায়’ এসএমএস পাঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা হলেন আশরাফ ও আসাদ। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। আশরাফ মাস্টার্স ও আসাদ চতুর্থ বর্ষে পড়েন। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাদের শাহবাগ থানায় সোপর্দ করে বলে জানান পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, বহুদিন ধরে আশরাফ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের এক ছাত্রীকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় এসএমএস পাঠিয়ে আসছিল। আসাদের মাধ্যমে সে ওই ছাত্রীকে হুমকিও দিচ্ছিল। ওই ছাত্রী শনিবার এ বিষয়ে লিখিত অভিযোগ জানালে দুজনকে আটক করে থানায় সোপর্দ করা হয় বলে জানান প্রক্টর। পরিদর্শক জাফর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই ছাত্রকে থানায় দিলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা করেনি।
×