ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বহ্নিশিখার রজনীকান্ত সেন স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৭:১৬, ৭ ডিসেম্বর ২০১৫

বহ্নিশিখার রজনীকান্ত সেন স্মরণানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ গান, নৃত্য আর কথামালায় কবি রজনীকান্ত সেনের সার্ধশততম জন্মাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফও ভারতের সঙ্গীতশিল্পী নূপুর ছন্দা ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। এ পর্বে শিল্পী নূপুর ছন্দার হাতে অনুষ্ঠান স্মারক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথীরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বের সূচনাতেই ‘প্রেমে জল হয়ে যাও গলে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে বহ্নিশিখার ৭ শিল্পী। এরপর তিনটি দলীয় সঙ্গীত পরিবেশন করেন বহ্নিশিখার শিল্পীরা। তারা একে একে গেয়ে শোনান ‘তুমি নির্মল করো মঙ্গল করে’, ‘কেউ নয়ন মুদে দেখে আসে’ ও ‘মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’। একক সঙ্গীত পরিবেশন করেন আবিদা রহমান সেতু। তিনি গেয়ে শোনান ‘সখা তোমারে পাইলে আর’। এরপর ভারত থেকে আগত শিল্পী নূপুর ছন্দা ঘোষ রজনীকান্তের ১৫ টি গান পরিবেশন করেন। তিনি কলকাতা থেকে আগত অন্য শিল্পীদের নিয়ে ৩ টি কোরাস গানও পরিবেশন করেন। তার সহযোগী শিল্পীদের মধ্যে ছিলেন শর্মিকা সিনহা, সর্বাণী বোস, চান্দ্রেীয় ব্যানার্জি, রঞ্জিতা সাহা, রূপা দাস, তপতী সামন্ত, মনীষা দত্ত ও অর্পিতা দাস। মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা প্রায় রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপভোগ করেন এ অনুষ্ঠান।
×