ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন প্রিমিয়ার দাবা লীগ শুরু

প্রকাশিত: ০৬:৫২, ৭ ডিসেম্বর ২০১৫

ওয়ালটন প্রিমিয়ার দাবা লীগ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ-২০১৫’। নয় দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম রাউন্ডের খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। শেখ রাসেল মেমোরিয়ালে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দিপতায়ন ঘোষ, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে সুলতানা কামালের সুজন, মাসুদুর রহমান বারী, দেওয়ান মোঃ রিয়াদ ও শফিকুল ইসলামের বিপক্ষে জয়ী হন। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩-১ পয়েন্টে তিতাস ক্লাব দাবা দলকে পরাজিত করেন। গোল্ডেনের পক্ষে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ভারতীয় খেলোয়াড় শ্রীজিৎ পল যথাক্রমে তিতাসের ফিদেমাস্টার রেজাউল হক ও ফিদেমাস্টার মোঃ সাইফ উদ্দীনকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জ ২-২ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সঙ্গে ড্র করে। তিন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও জিয়াউর রহমান এবং জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের এ রাউন্ডে খেলা অফ ছিল। অংশগ্রহণকারী ৯ দলের মধ্যে পয়েন্ট তালিকার সর্বনিম্নে অবস্থানকারী একটি দল প্রথম বিভাগে নেমে যাবে। জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হাইটেক ইন্ডাস্ট্রিস লিমিটেডের (পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন) অপারেটিভ ডিরেক্টর এম মাহ্মুদুল হক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কেএম শহিদউল্যা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×