ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়িবোমা হামলায় এডেনের গবর্নর নিহত

প্রকাশিত: ০৬:৪২, ৭ ডিসেম্বর ২০১৫

গাড়িবোমা হামলায় এডেনের গবর্নর নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের গবর্নর জাফর মোহাম্মেদ সাদ গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। এডেন শহরের তাওয়াহি এলাকায় রবিবার চালানো এ হামলায় সাদের ছয় দেহরক্ষীও নিহত হয়েছেন। খবর এএফপির। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রগুলো জানায়, সাদ তার দফতরে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হন। এর আগে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, হামলাকারীরা সাদের গাড়িবহরে রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে হামলাটি চালিয়েছে। জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, সাদের গাড়িবহরে বিস্ফোরণের পেছনে রয়েছে তারা। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন এক হওয়ার আগে মার্কসবাদী দক্ষিণ ইয়েমেন সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন সাদ। চলতি বছরের অক্টোবরে এডেনের গবর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাদ। সাম্প্রতিক মাসগুলোতে তাওয়াহি এলাকাটি জঙ্গী সংগঠন আল কায়েদাসহ জিহাদীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। উড়ন্ত মেশিন বিশ্বের সর্বপ্রথম পার্সোনাল ফ্লাইং মেশিন আবিষ্কার করছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা। ‘স্নোস্টর্ম’ নামে এ মেশিনটি ৭০ কেজির মানুষকে পাঁচ মিনিটের জন্য ওড়াতে পারবে। রয়েছে বিশেষ ধরনের মোটর, প্রপেলার ও ল্যান্ডিং গিয়ার। চলবে ইলেকট্রিক পাওয়ারে। যিনি এতে বসবেন তিনিই ওঠানামা কন্ট্রোল করবেন। -ওয়েবসাইট ৩০০ বছরের পুরনো জাহাজ তিন শ’ বছরেরও বেশি আগে কলম্বিয়ার উপকূলে অনেক ধনরতœসহ ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে সান্তোস নিজে এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন। ১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবীয় সমুদ্রে ডুবে যায়। সান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়। স্পেনের রাজা পঞ্চম ফিলিপের নৌবহরের অংশ ছিল এই জাহাজ। -বিবিসি
×