ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে কৃষ্ণযাত্রা হরিজপ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৫৯, ৬ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটে কৃষ্ণযাত্রা হরিজপ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলা সদরের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শুক্রবার রাতভর হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কৃষ্ণযাত্রা ও হরিজপ অনুষ্ঠিত হয়েছে। পুণ্যার্জন ও ধর্মীয় রীতিনীতি জানতে বৃদ্ধা, বৃদ্ধ, নারী, পুরুষ, কিশোর, কিশোরী ও শিশুরা অনুষ্ঠানে যোগ দেয়। যাত্রাপালা রীতিতে রাতভর অনুষ্ঠান চলে। এই কৃষ্ণ যাত্রাপালায় জেলার কালীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ গ্রামের কৃষ্ণ যাত্রাপালা দলের নেতৃত্বে রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার কয়েকটি কৃষ্ণযাত্রা দলের নাট্যকর্মী ও ধর্মীয় গুরুরা যোগ দেন। এখানে কৃষ্ণপালা উপভোগ করে রংপুরের ৮ জেলার হিন্দুধর্মীয় সম্প্রদায়ের মানুষ। মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, স্থানীয় গ্রামবাসীরা প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে। হাসপাতাল ছাড়লেন মনোজ কুমার সংস্কৃতি ডেস্ক ॥ ‘পদ্মশ্রী’ খ্যাত বলিউডের প্রবীণ অভিনেতা মনোজ কুমার ১৫ দিন হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছেন। পিঠের ব্যথা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী এই অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৫৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যেÑ ‘শোর’, ‘ক্রান্তি’, ‘রোটি কপড়া অউর মকান’ বিখ্যাত। এ ছাড়াও সাতটি চলচ্চিত্রে তাকে পরিচালকের ভূমিকাতেও দেখেছেন দর্শকরা। তার চলচ্চিত্রের জনপ্রিয় গান এখনও আমজনতার মুখে মুখে ফেরে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মনোজ কুমার সাতটি ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডও পেয়েছেন। ১৯৯২ সালে তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়।
×