ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আখুনজাদা নয়া তালেবান নেতা

প্রকাশিত: ০৩:৫৫, ৬ ডিসেম্বর ২০১৫

আখুনজাদা নয়া তালেবান নেতা

আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর ‘নিহত’ হওয়ার পর অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মৌলভী হায়বাতুল্লাহ আখুনজাদাকে নিয়োগ দিয়েছে দলটি। খবর সিনহুয়ার। তালেবানের উপপ্রধান এবং সংগঠনের সুপ্রীম কাউন্সিলের সদস্য ছিলেন আখুনজাদা। অবশ্য শুক্রবার তালেবান সংগঠনের একজন মুখপাত্র আখতার মনসুরের নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ এবং শত্রুপক্ষ ও গোয়েন্দা সংস্থার অপপ্রচার বলে দাবি করেছেন। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এ ধরনের প্রচার চালানো হচ্ছে। আফগান ফার্স্ট ভাইস-প্রেসিডেন্টের মুখপাত্র সুলতান ফাইজি টুইটারে লেখেন, তালেবান নেতা মোল্লা আখতার মনসুর আহত অবস্থায় মারা গেছেন। মঙ্গলে চিঠি পাঠাতে কত খরচ মঙ্গল গ্রহে চিঠি পাঠাতে কত খরচ হতে পারে। অলিভার গিডিংস নামে পাঁচ বছরের শিশুর কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর এর হিসেব দিয়েছে ব্রিটিশ ডাক বিভাগ। নাসার সহযোগিতা নিয়ে রয়্যাল মেইল বলেছে, স্বাভাবিক ওজনের একটি চিঠি পাঠাতে খরচ হবে প্রায় ১৭‘হাজার ডলার। জবাব পেয়ে মহাখুশি অলিভার। -বিবিসি কোহিনূর পাকিস্তানের! ব্রিটেন থেকে কোহিনূর পাকিস্তানে ফেরত আনতে সম্প্রতি এক ব্যারিস্টার লাহোর আদালতের কাছে আবেদন জানিয়েছেন। পিটিশনে জানানো হয়, ১৮৪৯ সালে ব্রিটিশরা পাঞ্চাব প্রদেশের শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের কনিষ্ঠ পুত্রের কাছ থেকে ১০৫ ক্যারেটের ওই রতœ ছিনিয়ে নিয়েছিল। এটি পাক পাঞ্জাবের সাংস্কৃতিক ঐতিহ্য। সেখানকার নাগরিকরাই এর প্রকৃত মালিক। আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। কোহিনূর পেতে পাকিস্তানের কোন নাগরিকের উদ্যোগ এই প্রথম। পাঞ্জাব ১৯৪৭ সালে ভাগ হয়ে ভারত ও পাকিস্তানে পড়েছে। -বিবিসি
×