ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতার চেতনা সদর্পে ফিরে এসেছে ॥ মানিক

প্রকাশিত: ০৫:৫১, ৫ ডিসেম্বর ২০১৫

স্বাধীনতার চেতনা সদর্পে ফিরে এসেছে ॥ মানিক

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ’৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানের অবৈধ সামরিক সরকার এ দেশের মানুষকে স্বাধীনতার চেতনা ভুলিয়ে দিতে চেয়েচিল। জয় বাংলা সেøাগানকেও নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। বিচারপতি মানিক আরও বলেন, তবে আমাদের স্বাধীনতার চেতনা এখন সদর্পে ফিরে এসেছে। ফিরেছে জয় বাংলাও। পরিবেশবাদী আইনজীবী মনজিল মোরসেদের জাতীয় পরিবেশ পদকপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আজ আমরা অনেক আনন্দিত। এ্যাডভোকেট মনজিল মোরসেদ জাতীয় পরিবেশ পদক পেয়েছেন; শুধু এজন্যই আনন্দিত না, এর আরও দুটি কারণ আছে। প্রথমত, বুধবার বিভিন্ন পত্র-পত্রিকায় ও টেলিভিশনে দেখতে পেলাম আমাদের প্রধানমন্ত্রীর নাম বিশ্বের ১০০ জন চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছে। এর মাধ্যমে বিশ্বের দরবারে আমাদের দেশ আরও বেশি সম্মানিত হয়েছে। দ্বিতীয়ত, এটা ডিসেম্বর মাস। আমাদের স্বাধীনতা অর্জনের মাস। এ মাসেই পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস, রাজাকার এবং শান্তি কমিটির সদস্যদের আমরা পরাস্ত করতে সক্ষম হয়েছিলাম। তিনি বলেন, তবে দুঃখের বিষয় হচ্ছে- আমাদের স্বাধীন দেশের মাটিতে এখনও রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্যরা ঘুরে বেড়াচ্ছে। শান্তি কমিটির সদস্যরা আমাদের আশপাশেই প্রচ- প্রতাপসহ বিরাজ করছে। আপনারা সকলেই জানেন কেউ সেই শান্তি কমিটির সদস্য। এ সময় উপস্থিত সকলে করতালি দেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত মেজর জেনারেল (অব) আব্দুর রশিদকে উদ্দেশ করে বিচারপতি মানিক বলেন, আমি দেখতে পাচ্ছি এখানে মেজর জেনারেল আব্দুর রশিদও উপস্থিত আছেন। অনুষ্ঠানে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের উভয় বিভাগের অনেক বিচারপতি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের সদস্য আব্দুল মতিন খসরু, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×