ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশান লেকের দখল উচ্ছেদ অভিযান রাজউকের

প্রকাশিত: ০৫:৫০, ৫ ডিসেম্বর ২০১৫

গুলশান লেকের দখল উচ্ছেদ অভিযান রাজউকের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বর সংলগ্ন ২৯ নম্বর রোডের লেকের উপর ঘরবাড়ি তৈরি করে দখল করা ২১ শতক জমি উদ্ধার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া গুলশান লেকের উপর অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদের জন্য রাজউকের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করারও ঘোষণা দেয়া হয়েছে। দখল নেয়া এ জমির বাজার মূল্য কমপক্ষে ৬০ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই প্রথমবারের মতো রাজউক লেক ভরাট করে দখল করা বিশাল আয়তনের জমি উদ্ধার করেছে। শুক্রবার সকাল সাড়ে ন’টার দিকে রাজউকের চেয়ারম্যান জিএম জয়নাল আবেদিন, সংস্থাটির উর্ধতন কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ জমি উদ্ধার করা হয়। রাজউক বাড়িঘর উচ্ছেদের পাশাপাশি লেকের ভেতর দখলকৃত জমিতে ফেলা মাটি তুলে নিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছে। জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর আলোকেই এ জমি উদ্ধার করেছে রাজউক। দখলকৃত সব জমি উদ্ধার করে লেকের পাশে হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরি করা হবে। লেকের পরিবেশ রক্ষায় নতুন করে সকল প্রকার দখল বন্ধ করতে তা করা হবে বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, গুলশান লেকের এ স্থানটি দীর্ঘদিন যাবত দখল করে রাখেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। নিয়ম ভঙ্গ করে অতি মূলবান এ জমি নিজের বলে দাবি করে আসছিলেন।
×