ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোর হাসপাতালে গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা হয় না

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ডিসেম্বর ২০১৫

যশোর হাসপাতালে গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা হয় না

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনেক গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হয় না। সরকারীভাবে প্রয়োজনীয় মেশিন সরবরাহ না থাকায় এসব পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্ছিত হচ্ছেন রোগীরা। যে কারণে ওইসব পরীক্ষার জন্য ভুক্তভোগীদের বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে। আবার কিছু পরীক্ষা-নিরীক্ষা ঢাকা থেকে করতে হয় বেসরকারী হাসপাতালের মাধ্যমে। সূত্র জানায়, সরকারী এ হাসপাতালে অনেক পরীক্ষা না হওয়ার সুযোগে রোগীদের জিম্মি করে বেপরোয়া বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিকেরা। হাসপাতালের টিকেট কাউন্টারের ঝুলানো চার্টার বোর্ডের তথ্যানুযায়ী, এ সরকারী হাসপাতালে ১৮ প্রকারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। প্যাথলজি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রোগীদের সাধ্যমতো সেবা দিয়ে চলেছেন। তবে বেলা সাড়ে ১২টার পর থেকে কোন রোগীর নমুনাপত্র জমা নেয়া হয় না। কেননা এ সময় নমুনাপত্র জমা নিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেয়া সম্ভব হয় না বলে জানা গেছে।
×