ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ্যামাজন নিরাপত্তা জটিলতায়

প্রকাশিত: ০৫:৪২, ৫ ডিসেম্বর ২০১৫

এ্যামাজন  নিরাপত্তা জটিলতায়

নিজেদের ব্যক্তিগত তথ্য যাতে চুরি না হয় সেজন্য পূর্বসতর্কতা নিতে বই পাঠকদের আহ্বান জানিয়েছে ইকমার্স জায়ান্ট এ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এই সপ্তাহে নিরাপত্তাবিষয়ক একটি ইস্যু চোখে পড়ে প্রতিষ্ঠানটির। তবে, গ্রাহকের পাসওয়ার্ড নিয়ে খুব একটা উদ্বিগ্ন হতে হচ্ছে না প্রতিষ্ঠানটিকে। কারণ সতর্কতা হিসেবে কিছুসংখ্যক গ্রাহকের পাসওয়ার্ড এ্যামাজন নিজে থেকেই বদলে দিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট জেডডিনেট। অতি সতর্ক কিছু গ্রাহক আবার এ্যামাজনকেই জিজ্ঞেস করে জেনে নিয়েছেন কাজটি এ্যামাজনেরই কি-না।ওই গ্রাহকরা এ্যামাজনকে জানান, তারা এ্যামাজন থেকে একটি মেইল পেয়েছেন, যেখানে এ্যামাজন তাদের পাসওয়ার্ড ‘রিসেট’ করেছে বলে জানিয়েছে। সেই সঙ্গে এই একই বার্তা এ্যামাজন ডটকমের এ্যাকাউন্ট মেসেজ সেন্টার আর এ্যামাজন ডটসিওডটইউকে-তেও পাঠানো হয়েছে, যাতে এই বার্তা আসলেই এ্যামাজনের পক্ষ থেকে পাঠানো বলে প্রমাণ হয়। পাসওয়ার্ড পাল্টে দেয়া হয়েছে এমন এ্যাকাউন্ট মালিকদের কাছে পাঠানো ই-মেইলে এ্যামাজন বলেছে, “সম্প্রতি আমরা বুঝতে পারি আপনার পাসওয়ার্ড হয়ত আপনার ডিভাইসে সঠিকভাবে জমা নেই বা এমনভাবে এ্যামাজনে রাখা যে সম্ভবত তা থার্ড পার্টির কাছে চলে যেতে পারে। এই বিষয়টি ঠেকাতে আমরা ইস্যুটি ঠিক করে দিয়েছি।” কোন থার্ড পার্টির কাছে অনুচিতচভাবে পাসওয়ার্ড দেয়া হয়েছে এমনটা ভাবার কোন ‘কারণ নেই’ বলেও জানানো হয়েছে ওই মেইলে। গ্রাহকদের এ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার মাত্র এক সপ্তাহের মাথায় এই পাসওয়ার্ডের ঘটনা ঘটাল এ্যামাজন।
×