ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধীদের আবাসনে জমি দেয়া হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ডিসেম্বর ২০১৫

প্রতিবন্ধীদের আবাসনে  জমি দেয়া হবে ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতিবন্ধীদের উন্নয়ন ও আবাসিক সুবিধার জন্য সরকারী জমি বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন। বৃহস্পতিবার কনসার্ন সার্ভিসেস ফর ডিসএ্যাবলড (সিএসডি)-এর এক অনুষ্ঠানে বক্তব্যে মেয়র এ আশ্বাস প্রদান করেন। চট্টগ্রাম নগরীর নন্দীরহাটের গুপ্তপাড়ায় সিএসডির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক মেয়র আজম নাছির। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা ও কম্বল বিতরণ করা হয়। চসিক মেয়র বলেন, প্রতিবন্ধীদের আধুনিক বৃত্তিমূলক শিক্ষা দিয়ে প্রতিযোগী করতে হলে তাদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের উন্নয়ন ও আবাসন সুবিধা দিতে সরকারী জমি দেয়া হবে। এজন্য সরকারী জমির সন্ধান নিয়ে সিএসডি কর্মকর্তাদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি। সিএসডির সহ-সভাপতি সাংবাদিক কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ নন্দী ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী। আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিএসডির সাধারণ সম্পাদক সাবেক ক্রিকেটার বিশ্বজিত গুপ্ত বিশু।
×